বুধবার ● ১৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি ও খাগড়াছড়িতে শান্তিপূর্ণ হরতাল চলছে (ভিডিওসহ)
রাঙামাটি ও খাগড়াছড়িতে শান্তিপূর্ণ হরতাল চলছে (ভিডিওসহ)
ষ্টাফ রিপোর্টার :: (৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.০২মি.) রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে । মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ১৯ এপ্রিল বুধবার রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংগঠনটি এ হরতাল পালন করছে।
হরতালের কারণে রাঙামাটি শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ব্যাংক বীমাসহ সরকারী অফিস আদালত খোলা থাকলেও জনসমাগম কম ছিল। দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশংকায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে ।
গোদার পাড় রাবার বাগান, বেতবুনিয়া, ঘাগড়া, মানিক ছড়ি, ভেদভেদী, কলেজ গেইট, তবলছড়ি, আসামবস্তী ও বনরুপায় শান্তিপূর্নভাবে হরতাল পালন হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।
রাঙামাটি শহরের বনরুপা এলাকায় বাঙালী সংগঠনের নেত্রী বেগম নূর জাহানের নেতৃত্বে পিকেটিং চলছে। বেগম নূর জাহান সিএইচটি মিডিয়াকে বলেন মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার, ছাদিকুলের পরিবারকে ক্ষতিপুরন প্রদানসহ পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত গুম, খুন চাঁদাবাজি বন্ধের দাবি সর্বোপরি পার্বত্য অঞ্চলের বাঙালীদের স্বার্থ রক্ষার্থে তারা হরতাল পালন করছেন।
রাঙামাটি শহরে রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে বলে সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদ। হরতালকে কেন্দ্র করে শহরে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান ওসি।
পার্বত্য গণপরিষদ হরতালের একাত্মতা ঘোষনা করলেও পার্বত্য গণপরিষদের কোন নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি।
এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ও শান্তিপূর্ণ হরতাল পালন হচ্ছে বলে জানিয়েছেন সিএইচটি মিডিয়ার খাগড়াছড়ি প্রতিনিধি মো. মাঈনউদ্দিন।
তিনি জানান, খাগড়াছড়িতে হরতালে কারণে সকল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশংকায় পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।
উল্লেখ্য, ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে দুই সন্ত্রাসী মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙামাটির ঘিলাছড়ি উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যাওয়ার পর ছাদিকুল ইসলাম নিখোঁজ হন। তিন দিন পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষত-বিক্ষত লাশ মাটি চাপা দেয়া অবস্থায় পাওয়া যায়।
ভিপিও দেখুন