শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি মুক্তিযোদ্ধার সন্তানদের সভা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ
খাগড়াছড়ি মুক্তিযোদ্ধার সন্তানদের সভা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৭মি.) ২২ এপ্রিল শনিবার মুক্তিযোদ্ধার সন্তানদের খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদে প্রবেশ ও পুর্ব ঘোষিত সাধারণ সভা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।সদ্য সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখার কমিটি বিলুপ্তির কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় পকেট কমিটির সদস্যরা কৌশলে নিজেদের বাঁচাতেই এই নাটক করিয়েছেন বলে দাবী একাধিক সন্তানের। তারা মনে করেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইচ উদ্দিন ও পকেট সন্তান কমিটির নেতারা নিজেদের কর্মকান্ডের জন্য সকল সাধারণ সন্তানদের কাছে প্রশ্নবিদ্ধ। সকল সন্তানের মতামত নিয়ে নির্বাচনের মাধ্যমে সন্তান কমান্ড গঠনের জন্যে কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা থাকলেও খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিন তা অমান্য করে তার খেয়ালখুশি মতো একের পর এক পকেট কমিটি গঠন ও বিলুপ্ত করে চলেছেন।
এ বিষয়ে অভিযোগ করে সাবেক জেলা সন্তান কমিটির সভাপতি মো. হারুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,গতবার জেলা কমান্ডার রইচ উদ্দিন আহবায়ক কমিটি ঢাকা থেকে অনুমোদন এনে দেয়ার নাম করে আমার কাছ থেকে ৪০ (চল্লিশ ) হাজার নগদে গ্রহন করেন। এর ৩ মাস পর ৫০ (পঞ্চাশ) হাজার টাকা নেন পুর্নাঙ্গ কমিটি এনে দেবার নাম করে। টাকা নিয়ে নতুন নতুন সন্তান কমান্ড কমিটি এনে দেয়াই তার ব্যবসা বলে জানান।
এ বিষয়ে সদ্য বিদায়ী জেলা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রাসেল সুমন মজুমদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিনের অযোগ্যতা ও অদক্ষ নেতৃত্বের কারনেই সন্তান কমান্ডের মধ্যে আজ এতো বিভুক্তি। তিনি বিগত দিনের কমান্ডারদের মতোই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছেন।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা সদর এর মুক্তিযোদ্ধা সন্তান লিটন কুমার ঘোষ (লিমিটন ) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, জেলা কমান্ডার যোগ্য,সচেতন ও প্রতিভা সম্পন্ন সন্তানদের দিয়ে কমিটি গঠন করেন না। তিনি নিজের হীন উদ্দ্যেশ্য হাসিলের জন্য অযোগ্য ও নুন্যতম দায়িত্ব জ্ঞানহীন ছেলেদের দিয়ে পকেট কমিটি গঠনে ইচ্ছুক। প্রতিভাবান ও সচেতনদের কর্মকান্ডে তিনি ভয় পান।
এ বিষয়ে রামগড় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. খাজা নাজিম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নির্বাচন ছাড়া যে কমিটিই গঠন করা হোক রামগড়ে তাদের কর্মতৎপরতাকে যে কোন মুল্যে প্রতিহত করা হবে কঠোর ভাবে।
এ বিষয়ে জেলা কমান্ডার মো. রইচ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করতেই অবান্তর এ সব অভিযোগ করা হয়েছে। এ সব অভিযোগ বানোয়াট ও মিথ্যা।