শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
সিলেটে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
সিলেট প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারভীন বেগম (৩৫) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পারভীন বেগম (৩৫) মুত্যু হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকায় নানা রকম গুনজন চলছে । স্বামী সুহেল আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় শুক্রবার একটি অপমৃত্যু মামলা নং (৪)/১৭ দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে একটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,ঐ এলাকার সুহেল আহমদ তার স্ত্রীর আপন ভাই ইরাজ উদ্দিনের কাছে কিছু টাকা পাওনা ছিল।
জানা গেছে, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঐ এলাকার সুহেল আহমদ তার স্ত্রীর আপন ভাই ইরাজ উদ্দিনের কাছে কিছু টাকা পাওনা ছিল। এ টাকা এনে দিতে স্ত্রী পারভিন কে প্রায় চাপ দিতেন সুহেল আহমদ । এ নিয়ে বৃহস্পতিবার রাতেও তিনি তার স্ত্রীকে চাপ দেন। শুক্রবার সকালে পারভিন বেগম তার ভাই ইরাজ উদ্দিনের সাথে পাওনা টাকা দেওয়ার বিষয়ে কথা বলেন। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন দেখতে পান তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এরপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে শুরু হয় তোলপাড়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর নিহত পারভিন বেগমের স্বামী সুহেল আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় শুক্রবার একটি অপমৃত্যু মামলা নং (৪)/১৭ দায়ের করেন। এ ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার ভৌমিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান , লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর আসল কারণ। রির্পোট পাওয়া মাত্রই পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।