মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » রমেল চাকমা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে অবস্থান ধর্মঘট চলছে
রমেল চাকমা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে অবস্থান ধর্মঘট চলছে
ষ্টাফ রিপোর্টার :: (১২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.০০মি.)এইচএসসি পরীক্ষার্থী ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা রমেল চাকমাকে সেনাবাহিনীর হেফাজতে হত্যার প্রতিবাদে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অবস্থান ধর্মঘট পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
২৫ এপ্রিল মঙ্গলবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিলউইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমার নেতৃত্বে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপি গ্রহণ করেন রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) প্রকাশ কান্তি চৌধুরী। স্বারকলিপি প্রদান শেষে নেতাকর্মীসহ সাধারন জনগণ দুর্গম এলাকা থেকে আগত নারী পুরুষ জেলা প্রশাসকের দক্ষিন গেইটে অবস্থান ধর্মঘটে অবস্থান নিয়েছে।
এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) হিলউইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সাধার সম্পাদক মন্টি চাকমা অভিযোগ করেন, সকাল ১০ টায় তাদের কর্মসূচি শুরু করার কথা থাকলেও বিভিন্ন স্থানে সেনাবাহিনীর বাধাঁর কারণে তার সকাল সাড়ে এগারটায় কর্মসূচিস্থলে উপস্থিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সফিউল সারোয়ার দুপুর আড়াইটা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালনের সময় বেঁধে দেন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) এর অবস্থান ধর্মঘট কর্মসূচি স্বতঃস্ফুর্তভাবে চলছে। (বিস্তারিত আসছে)