মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যালি
রাঙামাটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যালি
ষ্টাফ রিপোর্টার ::(১২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৩মি.) জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ও সহযোগী সংস্থাসমূহের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটি জেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০১৭ পালিত হয়েছে। “চিরতরে ম্যালেরিয়া হোক অবসান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৫এপ্রিল মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালী শহরের তবলছড়ি জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয় ।
র্যালীর পর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডা: শহীদ তালুকদারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্টিত হয়।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় ডেপুটি সিভিল সার্জন সাবরিনা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা’সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বসতবাড়ীর চতুঃপার্শ্ব পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও কীটনাশকযুক্ত মশারী ব্যবহারের উপর গুরুত্বারোপ করে সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালেরিয়ামুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া সিভিল সার্জন কার্যালয় চত্তরে স্বাস্থ্য ক্যাম্প করে বিনামুল্যে ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা ও রক্ত গ্রুপ নির্নয় করা হয়।