বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে বাঙালী ছাত্র পরিষদের বাঁধা: আটক ২
রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে বাঙালী ছাত্র পরিষদের বাঁধা: আটক ২
ষ্টাফ রিপোর্টার :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৫৩মি.) রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে বাঙালী ছাত্র পরিষদ বাঁধা প্রদান করায় ২ জনকে আটক করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।
২৬ এপ্রিল বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শিক্ষা ক্ষেত্রে সাম্প্রদায়িকরনের বিরুদ্ধে ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ এর সভাপতি অভিজিত বড়ুয়ার সভাপতিত্বে মিশু দে’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নোবেল বড়ুয়া, প্রান্ত রনি, সৈকত রঞ্জন।
শিক্ষা ক্ষেত্রে সাম্প্রদায়িকরণ বন্ধ করে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান বক্তারা।
ছাত্র ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ চলাকালিন বাধা প্রদান করায় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও জেলা সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমকে পুলিশ আটক করেছে বলে রাঙামাটি কোতয়ালী থানার ডিউটি অফিসার এএসআই জয়নাল আবেদীন সিএইচটি মিডিয়াকে নিশ্চিত করেন।
এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশিদ সিএইচটি মিডিয়াকে জানান হাবিবুর রহমান হাবিব ও জাহাঙ্গীর আলম থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। এখনো তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।