বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাদিকুল হত্যার বিচারের দাবিতে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ
রাঙামাটিতে ছাদিকুল হত্যার বিচারের দাবিতে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার :: (১৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.১০মি.) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্দ্যেগে ২৭ এপ্রিল বৃহসপতিবার ছাদিকুল হত্যার বিচারের দাবিতে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে।
গত ১২ এপ্রিল নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে ছাদিকুল ইসলাম (২৩)কে হত্যার বিচার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ এবং পাহাড়ে সেনাবাহিনীর ক্যাম্প বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে পৌরসভার চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নূর শফিউল্লাহ্, যুগ্ম সম্পাদক মো. নাজিম ও রাঙামাটি কলেজ শাখার আহ্বায়ক ফয়জুল্লাহ মোরশেদ প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়িকা বেগম নূর জাহান। বেগম নূর জাহান বলেন, নামধারী একটি মহল পার্বত্যাঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের সেনাবাহিনীর ভাবমর্তি ক্ষুন্ন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তাদের অবৈধ অস্ত্রের মুখে পাহাড়ের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।
সেই সাথে সাদেকুলসহ পাহাড়ে সকল বাঙ্গালি হত্যার বিচার পূর্বক নিরাপত্তা বৃদ্ধির লক্ষে অধিক হারে সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের দাবি জানান সরকারের কাছে তিনি।