শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » দৈনিক জনকন্ঠ পত্রিকায় বৌদ্ধ ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বুড্ডিস্ট এসোসিয়েশনের নিন্দা
দৈনিক জনকন্ঠ পত্রিকায় বৌদ্ধ ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বুড্ডিস্ট এসোসিয়েশনের নিন্দা
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) যে ধর্মে প্রাণী হত্যা করা মহাপাপ, জগতে সকল প্রাণী সুখী হউক বলে, বিশ্বের কাছে পরিচিত “গৌতম বুদ্ধ “। দৈনিক জনকন্ঠ পত্রিকায় ফিরোজ মান্নানের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে গৌতম বুদ্ধকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছেন। ” গৌতম বুদ্ধের ৯গুন ” - “বৌদ্ধ ধর্মের ৬ গুন” -” ভিক্ষু সংঘের ৯গুন” ৯৬৯ এটি বুদ্ধ, ধর্ম, সংঘকে বোঝায়। ২৮ এপ্রিল শুক্রবার বোয়ালখালী পৌরসভাধীন কধুরখীল মারজিন বিহারে বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান দীপানন্দ ভিক্ষু এক আলোচনা সভায় এই কথা বলেন এবং দৈনিক জনকন্ঠ পত্রিকায় বৌদ্ধ ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় নিন্দা জানান। একটি স্বাধীন রাষ্ট্রের এই রকম ধর্ম বিরুদ্ধাচার ও উস্কানিকর মানুষ কি ভাবে একটি দৈনিক পত্রিকায় লেখার কাজ করেন। তার উস্কানিকর লেখা বৌদ্ধ ধর্মকে মানহানিকর হিসাবে মন্তব্য করেছেন ওগৌতম বুদ্ধ অস্ত্র দিয়ে নয়, মৈত্রী বাণী দিয়ে বিশ্বকে জয় করেছেন।
হলুদ সাংবাদিক ফিরোজ মান্না তার প্রতিবেদনে লিখেছেন ৯দ্বারা দেবতা সন্ত্রাসী গৌতম বুদ্ধের গুন আর ৬দ্বারা সন্ত্রাসী গৌতম বুদ্ধের শিক্ষা এবং ৯দ্বারা বুদ্ধিষ্ট সংঘের গুন বুঝিয়েছন। দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত ২৪ এপ্রিলের “”পার্বত্য এলাকায় নতুন অশান্তির চেষ্ঠায় ভাবনা কেন্দ্র “”শিরোনামে রিপোর্টটি করেছেন সাংবাদিক ফিরোজ মান্না, বুদ্ধ ধর্মকে নিয়ে মানহানিকর মিথ্যা তথ্য দিয়ে দেশে আবার অশান্তি করার চেষ্ঠা চালাচ্ছে, গৌতম বুদ্ধ নাকি সন্ত্রাসী, ফিরোজ মান্নার লেখা দৈনিক জনকন্ঠ এর সম্পাদক না দেখে হলুদ সাংবাদিক ফিরোজ মান্নার উস্কানি মূলক সংবাদ শিরোনাম করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন,“ধর্ম যার যার রাষ্ট্র সবার”। বাংলাদেশ সরকার এর প্রতি মৈত্রী চিত্তে আহবান এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে দেশের মানুষকে সাম্প্রদায়ীক হামলার উস্কানিকর মানুষ গুলো এই স্বাধীন দেশকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে । ২০১২ সালে রামু সিমা বিহার, উখিয়া বৌদ্ধ বিহারসহ পটিয়া উপজেলাধীন কোলাগাঁও রত্নাংকুর বিহার, লাখেরা অভয় বিহার,হিন্দু মন্দির হামলা করা হয়েছে, আবার সেই রকম করার জন্য ফিরোজ মান্নার মতন এক শ্রেণীর মানুষ আছে তাদের কোন ধর্ম নেই, শুধু উস্কানি মূলক কথা বলে দেশের মানুষকে উস্কে দেওয়া, এই তথাকথিত সাংবাদিক ফিরোজ মান্নাকে আইনের আওতাভুক্ত তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় শাস্তি দেওয়ার দাবি জানান।