মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » পাবনা » মে দিবসে ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিকদের মজুরি কমিশন চালুর দাবি
মে দিবসে ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিকদের মজুরি কমিশন চালুর দাবি
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৩মি.) আন্তর্জাতিক শ্রম দিবস ও মহান মে দিবস উপলক্ষে ১ মে সোমবার সকালে ঈশ্বরদী ও পাকশীতে পৃথকভাবে ব্যাপক কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন,গণসঙ্গীতের আসর ও পৃথক র্যালি বের করা হয়। রেল শ্রমিকলীগ ও রিক্সা শ্রমিক লীগের পক্ষ থেকে পাকশী রেলওয়ে বিভাগীয় শহরের আমতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও গণসঙ্গীতের আসর। রেল শ্রকিলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, প্রবীন রাজনীতিবিদ ও আওয়ামীলীগ সভাপতি হাবিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মন্ডল, শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, শ্রমিকলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম রতন, শ্রমিকলীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রেজাউল করীম রাজা, আনোয়ারুল আলম বাবু, আমিন উদ্দিন ও সুশান্ত মন্ডল, আনোয়ার হোসেন ।
বক্তারা রুপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত শ্রমিকদের মজুরির টাকা কর্তণ বন্ধের দাবি জানিয়ে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ করে মজুরি কমিশন চালু করতে হবে। রেল শিল্পী গোষ্ঠি গণ সঙ্গীত পরিবেশন করে।
এর আগে পাকশী শহরের প্রধান সড়কে র্যালি বের করা হয়। অন্যদিকে সকালে ঈশ্বরদীতেও বাস, ট্রাক, টেম্পু, রিক্সা ,রাজমিস্ত্রী, বিদ্যুৎ শ্রমিকের পক্ষ থেকেও আলোচনা সভা ও শহরে র্যালি বের করা হয়।
বাস শ্রমিকের সভাপতি আনিসুর রহমান দুদুর সভাপতিত্বে বাস টার্মিনালের সভায় বক্তব্য দেন,লিয়াকত আলী কনক,বুলবুল হোসেন,তহুরুর ইসলাম মানিক,ভাষা প্রামানিক,আশরাফ হোসেন ও চেল্লাহ রহমান।
এ সভাতেও শ্রমিক নির্যাতন ও শ্রমিক স্বার্থবিরোধী কাজ বন্ধের দাবি জানানো হয়।