মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপিতে জুনিয়র বক্সিং প্রতিযোগিতা শেষ হলো
বিকেএসপিতে জুনিয়র বক্সিং প্রতিযোগিতা শেষ হলো
ক্রীড়া প্রতিবেদক :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.২০মি.) বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বিকেএসপি’র সার্বিক সহযোগিতায় শেষ হলো ২২তম জাতীয় জুনিয়র বালক ও ৪র্থ জুনিয়র বালিকা বক্সিং প্রতিযোগিতা-২০১৭।
এ প্রতিযোগিতায় বালক গ্রুপে বিকেএসপি চ্যাম্পিয়ন (৪টি স্বর্ণ ও ২টি তাম্র) ও বাংলাদেশ আনসার রানার আপ (১টি স্বর্ণ ও ২টি রৌপ্য) হবার গৌরব অর্জন করেছে।
অপরাদিকে, বালিকা গ্রুপে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন (৪টি স্বর্ণ, ১টি তাম্র) ও বিকেএসপি রানারআপ (১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তাম্র) হবার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় বালক গ্রুপে বেস্ট বক্সার হয়েছেন বিকেএসপির হাসিবুল ইসলাম এবং বেস্ট লুজার বাংলাদেশ আনসারের আবু তালহা।
অন্যদিকে, বালিকা গ্রুপে বেস্ট বক্সার নির্বাচীত হয়েছেন বাংলাদেশ আনসারের সুমাইয়া ও বেস্ট লুজার হয়েছেন বিকেএসপি’র ফারজানা। সমপনী দিনে ফেডারেশনের সভাপতি লে. জেনারেল আজিজ আহমেদ পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, ফেডারেশনের সাধারন সম্পাদক এম. এ কুদ্দুস খান ছাড়াও ফেডারেশন ও বিকেএসপি’র কর্মকর্তাবৃন্দ।
বয়স ভিত্তিক (অনূর্ধ্ব-১৬) এ প্রতিযোগিতায় বিকেএসপি ছারাও বাংলাদেশ আনসার, জেলা ক্রীড়া সংস্থা ও স্বীকৃত বক্সিং ক্লাবসহ ৬৩টি সংস্থার ১৯০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করেন।
তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় বালক গ্রুপে ৭টি ও বালিকা গ্রুপে ৫টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো হচ্ছে জজ ভূইয়া গ্রুপ, নরবান গ্রুপ ও সিগমা গ্রুপ।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয় ।