মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে ষাঁড়ের লড়াই ‘রুপালী ষাঁড়ের কাছে সিনবাদ কপোকাত’
বিশ্বনাথে ষাঁড়ের লড়াই ‘রুপালী ষাঁড়ের কাছে সিনবাদ কপোকাত’
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার বিকেল ৪টায় দশঘর ইউনিয়নের লহরি গ্রামের উত্তরের মাঠে বিপুল উত্সাহ উদ্দিপনার মধ্য দুটি ষাঁড় দিয়ে চিয়ায়ত বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে ৷ বিকেল ৪টায় এ লড়াইয়ে জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের সিনবাদ ষাঁড়কে হারিয়ে ছাতক উপজেলার ভুইগাঁও গ্রামের রুপালী ষাঁড় চ্যাম্পিয়ন হওয়ায় প্রথম পুরস্কার একটি ষাড় জিতে নেয় ৷
উপজেলার লহরি গ্রামের উত্তরের মাঠে ষাঁড়ের লড়াই আয়োজন করেন লহরী গ্রামের যুব সমাজ ৷ ষাঁড় লড়াইয়ের খবর পেয়ে বেলা ২টা থেকে আসস্তে আসস্তে মানুষজন আসতে শুরু করলে সাড়ে ৩টায় হাজার হাজার মানুষের পদভারে মুখরিত হয়ে উঠে বিশাল এ মাঠটি ৷ লড়াই শেষে স্থানীয় মাঠে পুরস্কার বিতরণ করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসাঈদ আলী, ইমান আলী, কাদির মেম্বার, জবেদুর রহমান মেম্বার, মাসুক মিয়া, আছুব মিয়া, খালিচ মিয়া, নজির মিয়া, রাজন মিয়া, কেননাল আহমদ, প্রবাসী হারিছ মিয়া, আনোয়ার মিয়া, দরছ মিয়া প্রমুখ ৷
যুক্তরাজ্য প্রবাসী হারিছ মিয়া বলেন, বহুদিন পর ষাঁড়ের লড়াই দেখেছি ৷ ছোটবেলায় ষাঁড়ের লড়াই দেখার জন্য বিভিন্ন জায়গায় ছুটে গেছি ৷ কিন্তু প্রবাসে চলে যাওয়ার পর আর দেখা হয়নি ৷
বিজয়ী ষাঁড়ের মালিক আনোয়ার মিয়া বলেন, আমরা ষাঁড় যেকোনো মাঠে জিতার আস্তা রাখে ৷
ষাঁড়ের লড়াই আয়োজক কমিটির সভাপতি মোশাহিদ আলী বলেন, চিরায়ত বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেছি ৷
লড়াই শেষে স্থানীয় মাঠে পুরস্কার বিতরণ করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাঁড়ের লড়াই কমিটির সভাপতি মোসাঈদ আলী, সাধারণ সম্পাদক ইমান আলী, কাদির মেম্বার, জবেদুর রহমান মেম্বার, মাসুক মিয়া, আছুব মিয়া, খালিচ মিয়া, নজির মিয়া, রাজন মিয়া, কেননাল আহমদ, প্রবাসী হারিছ মিয়া, আনোয়ার মিয়া, দরছ মিয়া প্রমুখ ৷আপলোড : ১০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৩ মিঃ