শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » স্বাধীনতা বিরোধীরা চায় না এ দেশ উন্নত হোক : শিল্পমন্ত্রী
স্বাধীনতা বিরোধীরা চায় না এ দেশ উন্নত হোক : শিল্পমন্ত্রী
ঝালকাঠি প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন তারা দেশের কথা ভাবেন না, দেশ নিয়ে চিন্তা করেন না, এ দেশটি কেন স্বাধীন হল, কী ভাবে স্বাধীন হল তার সাথে তাদের কোন সম্পৃক্ততা ছিল না বরং এ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীতা, মানুষ হত্যা ও নারীর সম্ভ্রম নষ্ঠ করেছিল তাদের সাথে তারা জোট করে তাদের নিয়ে সরকার গঠন করে। সেই বিরোধী শক্তি কখনো এদেশের উন্নয়ন প্রত্যাশা করতে পারে না। কারন তারা কখনো চায় না পাকিস্তানের চেয়ে এ দেশ উন্নত হোক।
৫ মে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অধিদপ্তরের উদ্যোগে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা তথ্য কর্মকর্তা রিয়াজুল হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সরকারী বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।