শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খামারিদের বাঁচতে দিন, নয়তো বুকে গুলি দিন
খামারিদের বাঁচতে দিন, নয়তো বুকে গুলি দিন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৮মি.) ডিমের মূল্য বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরের মাওনা পোল্ট্রি ফিড ও ডিম ব্যবসায়ী সমিতি মানববন্ধন ও মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন।
৬ মে রবিবার গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনায় গাজীপুরের প্রান্তিক খামারিরা এই মানববন্ধন করেন।
এ সময় তাদের হাতে নানা স্লোগান সংযুক্ত ব্যানার ও বুকে প্ল্যাকার্ড ঝুলানো ছিল। এতে লিখা ছিল ‘পোল্ট্রি খামারিদের বাঁচতে দিন, নয়তো বুকে গুলি দিন।’
খামারিরা জানান, ব্রয়লার ও লেয়ারের বাচ্চার মূল্য যেখানে ৩০/৩২ টাকা হওয়ার কথা সেখানে প্রতিটি বাচ্চা ১০০ থেকে ১৫০ টাকায় ক্রয় করতে হচ্ছে। কিন্তু খামারিরা ডিমের ন্যায্য মূল্য পাচ্ছে না। আর বাচ্চা ও খাদ্যের মূল্য বেশি দিতে দিতে পুঁজি হারা হয়ে খামারিরা বেকার ও খামার বন্ধ হয়ে যাচ্ছে।
পোল্ট্রি শিল্পের নীতিমালা দাবি, বাচ্চা ও খাদ্যের দাম কমানো ও ডিমের মূল্য বৃদ্ধির দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও সড়কে ডিম ভেঙে এই প্রতিবাদ জানায় খামারিরা। আগামী ৭ দিনের মধ্যে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন খামারি ও সংশ্লিষ্ট খাতের নেতারা।
শ্রীপুর পোলট্রি খামার সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, শ্রীপুরে বর্তমানে সাড়ে তিন হাজারের উপরে ছোট বড় খামার রয়েছে। গত কয়েকদিনের লোকসানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অনেক খামার।