শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলায় ড্রেজার মেশিন পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত
রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলায় ড্রেজার মেশিন পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৫মি.) রাঙ্গুনিয়া এলাকায় পারুয়ার সৈয়দ নগর ও বসাক পাড়া এবং তেলি পাড়ায় ইছামতি নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু তোলা হচ্ছিল। ৬ মে শনিবার সকাল সাড়ে ১১ নাগাদ ভ্র্যাম্যমান অাদালত দ্বারা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার ৩টি ড্রেজার মেশিন অাগুন জ্বালিয়ে পুড়ে ধংস করে দেওয়া হয়। রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহযোগীতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। ভ্র্যাম্যমান অাদালত সূত্রে জানা যায়,দীর্ঘ দিন ধরে ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল খবর পেয়ে অভিযান চালালে রাঙ্গুনিয়া ইউনিনের সৈয়দ নগন পারুয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন কালে এই তিনটি মেশিন পুড়িয়ে দেওয়া হয় । তবে জনসূত্রে জানা যায় অভিযান চলা কালে রাঙ্গুনিয়া থানা পুলিশ হাতে নাতে একজনকে অাটক করেন তবে তার নাম জানা যায় নি। যখন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পুলিশ অাসেন তখন এলাকার জনসাধারন হৈ চৈয় করে মেতে উঠলে ড্রেজার মেশিন চালকরা পালিয়ে যায়।