রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » মার্সেল মিডিয়া ফুটবল শুরু
মার্সেল মিডিয়া ফুটবল শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (২৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৮মি.) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে মার্সেল-বিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। ৭ মে রবিববার সকাল সাড়ে ১১টায় শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু ও ফজলুর রহমান বাবুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএসজেসি’র সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, টুর্নামেন্ট কমিটির আহবায়ক জাহেদ হোসেন খোকন ও সদস্য সচিব কামাল হোসেন বাবলু। উদ্বোধনী দিন ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ডেইলি স্টার ১-০ গোলে হারায় বনিক বার্তাকে। বিজয়ী দলের রফিকুল ইসলাম ম্যাচ সেরার পুরস্কার পান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১-০ গোলের জয় পায় কালের কন্ঠের বিপক্ষে। বিটিভির নুর আনোয়ার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তৃতীয় ম্যাচে এটিএন বাংলার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় ঢাকা ট্রিবিউন। ট্রিবিউনের ফজলে রাব্বি ম্যাচ সেরা নির্বাচিত হন। দিনের চতুর্থ ম্যাচে জাগো নিউজ২৪ডটকম ৩-০ গোলে হারায় মাছরাঙ্গা টিভিকে। বিজয়ী দলের সাদমান সাকিব ম্যাচ সেরা হন। পঞ্চম ম্যাচে রাশেদের হ্যাটট্রিকে যমুনা টিভি ৪-০ গোলের জয় তুলে নেয় নিউ নেশনের বিপক্ষে। যমুনার রাশেদ ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার পান। দিনের শেষ ম্যাচে নয়া দিগন্ত গোলশূণ্য ড্র করে আর টিভির সঙ্গে। নয়া দিগন্তের শফিউদ্দিন বিটু ম্যাচ সেরা নির্বাচিত হন।
আগামীকাল সোমবার সকাল সোয়া ৮টায় এসএ টিভি-নিউনেশন, ৯টায় জিটিভি-মানবজমিন, পৌনে ১০টায় দি ইন্ডিপেন্ডেন্ট-নয়া দিগন্ত, সাড়ে ১০টায় চ্যানেল আই-মানবকন্ঠ, সোয়া ১১টায় বৈশাখী টিভি-বনিক বার্তা ও দুপুর ১২টায় বাংলাদেশ প্রতিদিন-মাছরাঙ্গা টিভি মোকাবেলা করবে।
আসরে দেশের শীর্ষস্থানীয় ২৪ টি মিডিয়া হাউজ আট গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে খেলছে।