বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু
স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন গাজীপুরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ তপতী দাস (২৫)৷
১১ নভেম্বর বুধবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক ডা. পার্থ সংকর পাল জানান দগ্ধ তপসী দাসের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ৷
তিনি বলেন, তার শরীরের ৯০ ভাগ দগ্ধ হওয়ায় তিনি খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন ৷ অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচানো সম্ভব হল না ৷
এর আগে, গজীপুরের কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকার হাজী ফজল মিয়ার বাড়িতে গত ৭ নভেম্বর শনিবার রাত ১০টার দিকে এই গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী সঞ্জয় কুমার দাস ৷
প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে দগ্ধ তপসী দাসকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন ৷
পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক হাজী ফজল মিয়াকে আটক করে ৷ পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই রাতেই ছেড়ে দেওয়া হয় ৷ তবে গৃহবধূর স্বামী সঞ্জয় কুমার দাসকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ঘটনার পর গৃহবধূ তপসী দাসের মা থানায় একটি মামলা করেছেন ৷ এতে দগ্ধের স্বামী সঞ্জয় কুমার দাসকে প্রধান আসামি করা হয়েছে ৷ কিন্তু ঘটনার পর তিনি পালাতক থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ তবে তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ৷ অগি্নদগ্ধ তপসী দাস কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলেংঝুড়ি এলাকার রাজেন্দ্র দাসের মেয়ে৷ তিনি তার স্বামীর সঙ্গে কালিয়াকৈর চন্দ্রা এলাকার দীঘির উত্তর পাড়ের ফজল হাজীর বাড়িতে ভাড়া থেকে কারখানায় কাজ করতেন ৷
আপলোড : ১১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.০৭ মিঃ