বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: দুই ট্রাক শ্রমিককে আটকের প্রতিবাদে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে ট্রাক শ্রমিক ইউনিয়ন ৷
১১ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে শ্রমিকরা প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে ৷ এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ৷
এলাকাবাসী জানায়, ট্রাক স্ট্যান্ডের আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে স্থানীয় যুবলীগ নেতা ফারুক ও শাহ আলম গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল ৷ এর জের ধরে ফারুক গ্রুপের শ্রমিকরা বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় ট্রাক রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ৷ এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে ৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয় ৷
তবে টঙ্গী থানার ওসি (তদনত্ম) মো. আমিনুল ইসলাম জানান, সকালে টঙ্গীর চেরাগআলী থেকে চাঁদাবাজির অভিযোগে দুইজন ট্রাক শ্রমিককে আটক করে পুলিশে দেয় যুবলীগ নেতা শাহ আলমের লোকজন ৷ এর প্রতিবাদে ট্রাক শ্রমিক ইউনিয়নের লোকজন টঙ্গীর চেরাগআলী এলাকায় প্রায় ১ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে৷ আটক দুই শ্রমিককে ছেড়ে দেওয়া হলে বিক্ষোভকারী শ্রমিকরা অবরোধ তুলে নেয় ৷
গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, টঙ্গীর যুবলীগ নেতা শাহ আলম ও তার লোকেরা টিকিট দিয়ে ট্রাক প্রতি চাঁদা আদায় করে থাকেন ৷ চাঁদা দিতে অস্বীকার করলে মারধরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন ৷
তিনি জানান, পুলিশ গিয়ে শাহ আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সোয়া এক ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় ৷
অপরদিকে ৫৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি অভিযুক্ত শাহ আলম প্রতিবেদককে বলেন, ‘সকালে ফারুক হোসেন ওরফে পাইপ ফারুকের দুই সমর্থক চাঁদাবাজির সময় হাতেনাতে ধরে পড়েন ৷ এ সময় তাদের পুলিশে সোপর্দ করার জের হিসেবে পাইপ ফারুক সমর্থকরা মহাসড়ক অবরোধ করেন ৷’
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘আটক দুই শ্রমিক গাজী সুলতান (৪২) ও জালালকে (৩৮) মুক্তি দেওয়া হয়েছে ৷ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা ৷’
আপলোড : ১১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩২ মিঃ