মঙ্গলবার ● ৯ মে ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » মাকালকান্দি হাওড়ের কৃষকের বোরো ফসল বন্যার পানিতে
মাকালকান্দি হাওড়ের কৃষকের বোরো ফসল বন্যার পানিতে
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার সীমানা নিয়ে মাকালকান্দির হাওড় ১০০বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত। হাওড়ের কেন্দ্রস্থলের গভীরে মাকালকান্তি গ্রাম বিদ্যামন। এ গ্রামের মানুষের ফসল উৎপাদনে অন্য কোন ব্যবস্থা না থাকায় একমাত্র অবলম্বন হল বোরো ধান। আর এ ফসলের মাধ্যমেই সারা বছর তাদের খোরাকি চলে। চলতি বছরের বর্ষা মৌসুম আসার পুর্বেই বোরো জমির ধানের তোড় বের হওয়ার সাথে সাথেই অবিরাম বৃষ্টির কারনে আগাম বন্যার পানিতে ধান সম্পূর্ন পানিতে তলিয়ে যায়। যার ফলে সোনালী ফসলের স্বপ্ন মনের মাঝে লালনকারী কৃষকের সব স্বপ্ন বন্যার পানিতে তলিয়ে যায়। কোন কৃষক একমুঠো ধানও এ বছর ঘরে তুলতে পারেননি। এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে এ পর্যন্ত কোন রকম সাহায্য পৌছে নাই। এ হাওড়র অধিকাংশ এলাকা নিম্নাঞ্চল হওয়ার কারনে সামন্য বৃষ্টি হলেই বেরো ফষল বন্যার পানিতে তলিয়ে যায়। সরকারী উদ্যোগে প্রায় ১৫ বছর পূর্বে বিগত হাওড় রক্ষা বাধঁ মার্কুলী থেকে মাকালকান্দি হয়ে হাওয়া নদীর উত্তরপাড় হয়ে দূর্গাপুর পর্যন্ত বাধঁ নির্মান হলে ডোবড়া পানিতে বোরা ফসল নষ্ট করে ফেলে। রোয়া বিলের পূর্ব পাড় হইতে বেরি বাধঁ পর্যন্ত ১ মাইল দৈর্ঘ্য কপার্টমেন্টের বাধঁ নির্মান হলে মাকাল কান্দি গ্রামসহ ১০০ বর্গমাইল এলাকার বোরা ফসল রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধানে গত ২ বছর ধরে মার্কুলি হতে মাকালকান্দি এলাকার উচুঁ জায়গায় মাটি কাটার কাজ চলছে। মাকালকান্দি হতে দূর্গপুর পর্যন্ত হাওয়া নদীর উত্তরপাড়ের ১২ কিঃমিঃ জায়গা নিম্নাঞ্চল এ অবস্থিত। এই নিম্নাঞ্চলে মাটি না কেটে উচু জায়গায় অপ্রয়োজনীয় ভাবে মাটি কাটা হচ্ছে। ফলে এলাকার বোরো ফসল আগাম বন্যার হাত থেকে কখনো রক্ষা পাবে না।