বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ৩ দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
খাগড়াছড়িতে ৩ দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি :: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে খাগড়াছড়িতে ১১-১৩ নভেম্বর ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
প্রধান অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। এই বিবেককে জাগ্রত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে উদাহরণ দিয়ে আরও বলেন, মানুষের মাথায় দুইটি দিক রয়েছে। একটি হচ্ছে ডান দিক অপরটি হচ্ছে বাম দিক। তিনি বলেন, বাম দিক হচ্ছে গতানুগতিক ঘটনা আর ডান দিক হচ্ছে নতুন কিছু খুজে বের করা। নতুন কিছু খুজে বের করতে সাংবাদিকরা কাজ করেন বলেও উল্লেখ করেন তিনি। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী (বিপিএম) সেবা, জেলা তথ্য কর্মকর্তা মিলন চাকমা, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, প্রশিক্ষণ সমন্বয়ক পিআইবি’র রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন ও সাংবাদিক আজিম-উল-হক।
অনুষ্ঠান পরিচালনা করেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ। সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ গুরুত্বপুর্ণ উল্লেখ করে বিশেষ অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, সমাজের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, দুর্ভোগ, অনিয়ম, দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য্য। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান পিআইবি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খাগড়াছড়ি জেলার উদীয়মান সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলতে পারলে পাহাড়কে একটি শান্তির পাহাড় ও খাগড়াছড়িকে পর্যটনমূখী একটি জেলায় পরিণত করা সম্ভব হবে। এছাড়া সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া বলেন, পিআইবি’র প্রশিক্ষন গ্রহণ খাগড়াছড়ি জেলার পেশাগত সাংবাদিকদের জন্য অনেক গুলো সু-সংবাদের চেয়ে খ্যাতিপূর্ণ সু-সংবাদ। তিনি চৌধুরী আতাউর রহমানের সার্বিক সহযোগিতায় পিআইবি এ জেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উদ্বোধন শেষে ক্লাশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান খ. আলী আর রাজী। এ প্রশিক্ষণে অংশ নিয়েছে খাগড়াছড়ি জেলার ৩৫জন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।
আপলোড : ১১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩১ মিঃ