শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নব-নির্মিত ব্রিজের উদ্বোধন
বিশ্বনাথে নব-নির্মিত ব্রিজের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪৯মি.) সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে বিগত সরকারের ৫বছরের চেয়ে আমার ৩বছরে বেশী উন্নয়ন হয়েছে। আগামী ২বছরে আরো উন্নয়ন হবে। এম.ইলিয়াস আলী ও শফিকুর রহমান চৌধুরী বিগত সময়ে সরকারী দলের এমপি হয়ে কতটুকু উন্নয়ন করেছেন, আর আমি বিরোধী দলের এমপি হয়ে কি উন্নয়ন করেছি তা আপনাদের দেখার বিষয়। তিনি বলেন, জয় পরাজয় বড় কথা নয়, নির্বাচনের মাঠে আছি মাঠেই থাকতে চাই। এমপি থাকি আর নাই থাকি মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাবো। আমার এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে, সেই সুযোগকে জনগণের সহযোগীতায় কাজে লাগাতে চাই। তিনি ১২ মে শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সোনাপুর মরা খালের উপর প্রায় ১৬ লাখ টাকা ব্যায়ে নব-নির্মিত ব্রিজের উদ্বোধন শেষে সোনাপুর-পালওগাঁও গ্রামাবাসী আয়োজিত ‘উন্নয়ন শীর্ষক আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার মুরব্বি এম এ মান্নান খানের সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা রুবেল আহমদ আফজালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সহল আল রাজী চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবে যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন ও সাবেক ইউপি সদস্য গয়াছ মিয়া।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আলী আছকর খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাছুম আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সিরাজ আহমদ।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, ফজলুল হক ও রিতা রানী বৈদ্য প্রমুখ।