শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ময়মনসিংহে আনিং এন্ড লানিং মেলার উদ্বোধন
ময়মনসিংহে আনিং এন্ড লানিং মেলার উদ্বোধন
ময়মনসিংহ অফিস :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৪.১৬মি.) ময়মনসিংহ নগরীতে যুব সমাজকে আইসিটি শিক্ষায় শিক্ষিত করে তুলতে আনিং এন্ড লানিং মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৩ মে সকালে নগরীর জিমনেসিয়াম প্রাঙ্গণে তথ্য ও যোগাযোগ প্রযূক্তি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ধর্মমন্ত্রী আলহাজ্জ অধ্যক্ষ মতিউর রহমান।
দিনব্যাপী এ মেলার উদ্বোধন করতে গিয়ে ধর্মমন্ত্রী আলহাজ্জ অধ্যক্ষ মতিউর রহমান বলেন,‘যুব সমাজকে আইসিটি শিক্ষায় শিক্ষিত হয়ে
দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যুব সমাজকে আইসিটি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন।’
মেলায় ৪০টি স্টল রয়েছে। দিনব্যাপী এ মেলায় আইসিটি সেমিনার,ওয়ার্কশপ ও জেলা মহরের কয়েকশ’ শিক্ষার্থীকে গ্রাফিক্স, ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন কোর্স শেখানো হবে।