বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিল্ডিং ঘরে নয়,মাটির ঘরে থেকেই মানুষের সেবা করতে চাই - নুরুল ইসলাম পিসি
বিল্ডিং ঘরে নয়,মাটির ঘরে থেকেই মানুষের সেবা করতে চাই - নুরুল ইসলাম পিসি
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি ::আসন্ন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে এবার দলীয় মনোনয়ন পেয়েই প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মাটিরাঙ্গা পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম পিসি ৷ তিনি জনৈক ব্যক্তির চায়ের দোকানে বসে এই প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন,স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রতীকে নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে স্বাগত জানাই ৷ কারণ,আমি ব্যক্তিগত জীবনে বাংলাদেশ আওয়ামীলীগের মতাদর্শে বিশ্বাসী বলেই আমার নির্বাচনী এলাকা মাটিরাঙ্গা পৌরসভা ৪নং ওয়ার্ডে বিগত ৫ বছর আমি দলের সহযোগীতা নিয়ে উন্নয়ন ও সমাজের সাধারণ মানুষের বহু সামাজিক,পারিবারিকসহ নানাবিধ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি ৷ আমার অর্থনৈতিক সক্ষমতা ও বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি-এই দু’য়ের সমন্বয়ে আমি ৪নং ওয়ার্ড এলাকাবাসীর উন্নয়নে যে সকল কর্মকান্ড সম্পাদন করেছি তারমধ্যে-প্রায় ১০০টি টিউবওয়েল স্থাপন,গরীব ও দু:খীদের ৩২০টি কম্বল বিতরণ,নিজস্ব তহবিল থেকে ১২০টি ভিজিএফ কার্ড চালের স্থলে ৪০০ পরিবারকে ভিজিএফ কার্ডের চাল বিতরণ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের স্কুলে ভর্তির গালুয়া টিলায় ৪ লাখ ৯৫ হাজার টাকায় মসজিদ নির্মাণ,৬২ লাখ টাকায় ইসলাম নগর প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ,১ লক্ষ ২৫ হাজার টাকায় চকপাড়া কালী মন্দির নির্মাণ,মাটিরাঙ্গা ইসলামিয়া আলীম মাদ্রাসা,মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও মাটিরাঙ্গা মডেল মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ২৫৫জন ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ,৪নং ওয়ার্ড এলাকায় বিদ্যুত্ সরবরাহে ১৬টি নতুন খাম্বা স্থাপনসহ আরও অসংখ্য উন্নয়ন কাজ করেছি ৷
যা সবকিছুই আমার ওয়ার্ডবাসী অবগত রয়েছেন ৷ তিনি দৃঢ় চিত্তে দাবী করেন,আমি নির্বাচিত হওয়ার পর থেকে নিজের স্বার্থে কোন কিছুই করি নাই৷ ভালবেসে আমি শুধু সেবা করেছি মানুষের,আমি মনে করি,অল্প সময়ে আমি ৪নং ওয়ার্ড বাসীর জন্য যা করেছি তা পূর্বে কেউ করতে পারেনী ৷ ব্যক্তিগত জীবনে আমি মদ,গাঁজা হেরোইন,ইয়াবা,নারীসহ কোন ধরণের অসামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত নই উল্লেখ করে তিনি বলেন,জনপ্রতিনিধি হওয়ার পূর্বে আমার একটি মাটির ঘরে (তার ভাষায় গুদাম ঘর) ছিল যা আজও বিদ্যমান রয়েছে ৷ আমি মনে করি আওয়ামীলীগ সরকার গনতন্ত্রের যে রাজণীতি করে তা মানুষের অধিকার নিশ্চিত করার রাজনীতি ৷ দলের জন্য পারিবারিক ও অর্থনৈতিক যে ত্যাগ স্বীকার করেছি এবং অধিকার হারা মানুষের অধিকার রৰার জন্যে আমি যে ত্যাগ স্বীকার করেছি তা অবর্ণনীয় ৷ তাই আগামীতে ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগের ভাবমূর্তি আরও উজ্জল করতে আসন্ন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে আমি জয়ী হবো বলে বিশ্বাস করি ৷
আপলোড: ১২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.৫৭ মিঃ