সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাকৃবিতে সেরা ৫ গবেষককে সম্মাননা প্রদান
বাকৃবিতে সেরা ৫ গবেষককে সম্মাননা প্রদান
ময়মনসিংহ অফিস ::(১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৮মি.) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক ১৩মে-১৪ মে শনি-রবিবার দু’দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই কর্মশালাটির আয়োজন করা হয়। এ সময় গবেষনার এইচ ইনডেক্স অনুযায়ী সেরা ৫জন গবেষককে সম্মাননা দেওয়া হয়।
১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাউরেসের অধীনে এ পর্যন্ত ১৭৭৮ টি প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে ভেটেরিনারি অনুষদের ৩৫৪ টি, কৃষি অনুষদের ৬৫০ টি, পশুপালন অনুষদের ২১৮ টি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ১৩২ টি, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১৫৬ টি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ২৬৮ টি প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও বৈদেশিক অর্থায়নে ২২ টি প্রকল্প সম্পন্ন হয়েছে ও ৩৩৫ টি প্রকল্প এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
অনুষ্ঠানে গবেষনার এইচ ইনডেক্সের ওপর ভিত্তি করে মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিসারিজ ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল ওহাব, কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ জহির উদ্দীন, ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের ড. মোঃ এহসানুল কবির ওই ৫ জন গবেষকের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয়।
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দীন খান ও এসিআই এর কৃষিব্যবসার নির্বাহী পরিচালক ড. এফ. এইচ. আনছারী।
বাকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর মহেদয়ের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন অনুষদের ডিনসহ প্রায় দু’শজন শিক্ষক-কর্মচারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রবিবার কর্মশালাটি শেষ হয়েছে।