সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে রমজান উপলক্ষ্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন
ময়মনসিংহে রমজান উপলক্ষ্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন
ময়মনসিংহ অফিস :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫০মি.) ময়মনসিংহে আসন্ন রমজান উপলক্ষ্যে সরকারের নির্ধারিত মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্ধোধনকালে রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিসি খলিলুর রহমানসহ বিভাগ ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের নির্ধারিত মূল্যে হিসেবে প্রতি কেজি চিনি ৫৫টাকা, মশুরের ডাল ৮০, ছোলা ৭০টাকা ও সোয়াবিন তৈল প্রতি লিটার ৮৫টাকা করে বিক্রয় করা হবে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, রমজান উপলক্ষ্যে শুরু হওয়া টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে অনেকটাই সহায়ক হবে।
টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে বলে জানান ময়মনসিংহের ডিসি কৃষিবিদ খলিলুর রহমান।