সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ঝড়ো হাওয়ায় গাছ ভেঙ্গে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ
বান্দরবানে ঝড়ো হাওয়ায় গাছ ভেঙ্গে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ
মো. নুর হোসেন, বান্দরবান প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৬মি.) বান্দরবানের বালাঘাটায় ঝড়ো হাওয়ায় কয়েকটি গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় বান্দরবান রাঙামাটি সড়কে ৩ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
১৫ মে সোমবার সকালে হঠাৎ ঝড়ো হাওয়ায় বান্দরবান বালাঘাটাস্থ ক্যান্ট:পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে একটি বড় গাছ বৈদ্যুতিক খুঁটিসহ রাস্তার উপর পড়ে।
এতে রাঙামাটি বান্দরবান সড়ক বন্ধ হয়ে যায় এবং একই সাথে ঐ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশেষে ফায়ার সার্ভিস এর উদ্ধার কর্মী, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাধারণ জনগণ প্রায় ৩ ঘন্টা চেষ্ঠা চালিয়ে রাস্তা থেকে গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।