মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » সিলেটে ইউপি তথ্য ও সেবা কেন্দ্রে অনিয়মের অভিযোগ
সিলেটে ইউপি তথ্য ও সেবা কেন্দ্রে অনিয়মের অভিযোগ
সিলেট প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির এক অভিযোগ পাওয়া গেছে।
ইউনিয়ন পরিষদ তথ্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা সৈয়দ নাজির আহমদ এর ব্যাপক অনিয়ম ও দূর্নীতির সহিত তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকার ভুক্তভোগিরা।
বর্তমান সরকার’র ডিজিটাল দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতি ইউনিয়নের জনসাধারনের মাঝে ডিজিটাল তথ্য ও সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে যে প্রকল্প হাতে নিয়েছেন তা যেন রাঘব বোয়াল গিলে খাচ্ছে।
অতিরিক্ত টাকা আদায়, অসদাচারণ, অসম্পূর্ণ দক্ষতা, সেবা কেন্দ্রে সঠিকভাবে সময় না দেওয়া ও কর্তৃপক্ষের নজর না থাকার কারনে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দ্যোক্তা সৈয়দ নাজির আহমদ গ্রামের সাধারণ মানুষের কাছে থেকে সেবার নামে অতিরিক্ত টাকা আদায় করে নিচ্ছে। এমনকি গ্রাহকদের সাথে অন্যায় আচরণ যেন তার নিত্য দিনের সঙ্গী।
শুধু তাই নয় লোক দেখানোর জন্য তার শিক্ষা নবিশ দিয়ে সেবা পরিচালনা করে থাকে কিন্তু শিক্ষা নবিশরা যথেষ্ট কম্পিউটার জ্ঞান ও দক্ষতা না থাকার কারনে সেবা কেন্দ্র হতে ফিরে আসতে হয় সেবা গ্রহনকারী সাধারণ মানুষ।
ইউনিয়ন পরিষদ সেবা কেন্দ্রে এমন পরিস্থিতি চলতে থাকলে দেশ ও জাতির কল্যাণে ব্যাঘাতসহ ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
এ বিষয় ৬নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সৈয়দ নাজির আহমদ বিরুদ্ধে আমার কাছে গ্রাহক হয়রানিসহ অতিরিক্তি টাকা আদায়ের আরোও বেশ কিছু অভিযোগ রয়েছে। আমি তদন্ত পূর্বক সৈয়দ নাজির আহমদ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তাকে তথ্য ও সেবা কেন্দ্র থেকে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করব ।
৬নং লালাবাজার ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রের বিষয় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার সাহেদ মোস্তফা সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তদন্ত সহিত তাহার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করব।