বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে রিভলবার গুলিসহ এক সন্ত্রাসী আটক
গাজীপুরে রিভলবার গুলিসহ এক সন্ত্রাসী আটক
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী আটক করেছে।
১৭ মে বুধবার বিকেলে র্যাব-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক জুলহাস (৩০) শেরপুর সদরের চকপাটক এলাকার আব্দুর রহিমের ছেলে। সে টঙ্গীর ফকির মাকের্ট এলাকায় বসবাস করত।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে ফকির মার্কেট এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। পরে র্যাব-১ উত্তরার একটি আভিযানিক দল সিনিয়র সহকারী পরিচালক মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে ভোর রাত ৩ টার দিকে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ জুলহাসকে হাতে নাতে আটক করা হয়।
র্যাব আরো জানান, জিজ্ঞাসাবাদে জুলহাস র্যাবকে জানিয়েছে, সে মারিয়া ক্যাবল এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। চাকুরীর আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে টঙ্গী এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ভূমি দখল করে আসছে।