বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » ঢাকা » শেখ হাসিনা দেশের উন্নয়নের চালিকা শক্তি : কবি কাজী রোজী এমপি
শেখ হাসিনা দেশের উন্নয়নের চালিকা শক্তি : কবি কাজী রোজী এমপি
ঢাকা প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৯মি) কবি কাজী রোজী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের চালিকা শক্তি, তাঁর নেতৃত্বে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বর্তমান সরকারের চলমান কার্যকর পদক্ষেপে সকলকে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু মানেই শেখ হাসিনা। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও শেখ হাসিনা অভিন্ন-অবিচ্ছেদ্য।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা জননেত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০১৭ উপলক্ষে ঢাকার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স রুমে ১৭ মে সকালে আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনা ও উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, পাঠাগার সম্পাদক মো. কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মো. মাসুদ আলম, এস.এম আজাদ, দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কৃষক শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বশির ও সংগঠনের সদস্য আমিনুল ইসলাম ।
আলোচনা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।