বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার
গফরগাঁওয়ে ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৯মি.) ময়মনসিংহের আন্তঃ জেলা মাদক ব্যাবসায়ী খোকন মিয়া ওরফে ভন্ড শাহকে (৩০) গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের নিজবাড়ি থেকে আভিযান চালিয়ে আটক করেছে থানা পুলিশ।
১৮ মে বৃহস্পতিবার ভোরে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত এসপি রায়হানুল ইসলাম ও গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মাহবুব আলমের নেতৃত্বে এসআই সুমনসহ একদল পুলিশ ২১ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
মাদক সম্রাট খোকন উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আব্দুছ ছামাদের ছেলে। সে গফরগাঁও উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইন সাপ্লাই করে থাকে।
খোকনকে আটকের সংবাদে গফরগাঁও উপজেলা জুড়ে চলছে আনন্দ উল্লাস। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন খোকনের একটি বিদেশি পিস্তল রয়েছে। সে পাইকারী ও খুচরা হেরোইন ফেনসিডিল ইয়াবা বিক্রি করে থাকে। সে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে।
গফরগাঁও থানার ওসি একে এম মাহবুব আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মাদক ব্যবসায়ী খোকনকে বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে। খোকনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসীরা বারবার থানায় অভিযোগ করেছে।
একাধিক সূত্রে পাওয়া তথ্যমতে, মাদক সম্রাট খোকনের কাছে অনেক মাদক মজুদ রয়েছে। তাকে রিমান্ডে এনে অস্ত্র ও মাদক সম্পর্কে জিঙ্গাসাবাদ করা হবে বলে জানান তিনি।