বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে সুজাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
নবীগঞ্জে সুজাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩২মি.) নবীগঞ্জে স্কুল ছাত্র সুজাত হত্যাকান্ডের প্রতিবাদের ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
১৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাল্লার হাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েক শতাধীক লোক অংশগ্রহন করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ দাশের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, সাবেক মেম্বার সুজন মিয়া, বশর মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ডাঃ মনির মিয়া, ইউপি মহিলা সদস্যা দূর্গা রাণী বৈষ্ণব, ইউপি সদস্য নিতেশ রায় ও গুনমনি দাশ প্রমুখ।
উল্লেখ, গত ১০ মে বুধবার নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সুজাত মিয়া (১৬) নিহত হয়।
এ হামলায় আহত হন অনন্ত ৬ জন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ২৫ জনকে আসামীকে একটি মামলা দায়েরের প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।