বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাউজানে অাখ চাষ করে সাফল্যের মুখ দেখছেন চাষী ফকরুল ইসলাম
রাউজানে অাখ চাষ করে সাফল্যের মুখ দেখছেন চাষী ফকরুল ইসলাম
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৫মি.) শুরুতে সবুজ গাছে পরিনত হয় আখ । দিরে দিরে রং পরিবর্তন হয়ে হলুদ রঙের আকার ধারণ করেন আখ এবার রাউজানে এই অাখ চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার অাশায় মুখে হাসি ফুটেছে রাউজান উপজেলার ঊনসওরপাড়া গ্রামের আখ চাষী ফকরুল ইসলামের। অল্পপুজি নিয়ে অাখের ফসল চাষ করে অধিক লাভবান হওয়া যায়।
ফকরুল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান তিনি ২৬শতাংশ জমিতে আখ চাষ করেছেন। ফলন হয়েছে ভালো মোট উৎপাদন খরচ হয়েছে ৩৫হাজার টাকা অাশা করা যাচ্ছে ২লক্ষ টাকার আখ বিক্রয় করবে এই জমি হতে।
গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে চারা রোপন করে ৮ মাসের পরিচর্যা অাখ বড় আকারে রূপ ধারণ করছে।
দুই এক মাস পড়ে পাওয়া যাবে এ জমি থেকে আখ। এলাকার আর্থ চাষী হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে ফখরুল। অাখ চাষে তার সফলতা দেখে এলাকার আরো অনেকে অার্খ চাষেরর প্রতি মনযোগ দিচ্ছে।
সরেজমিনে অার্খ ক্ষেত পরিদর্শন শেষে এ বিষয়ে সফল কৃষক ফকরুল ইসলামের সাথে কথা বললে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান বর্তমান আমার বয়স ৫০ বছর আর আমি সারা বছর জমিতে বিভিন্ন রকম সাক-সবজি চাষ করে থাকি। আগে বেশ কিছু সময় আমি তরমুজ চাষ করে ছিলাম প্রথম বার ভাল ফলন হলেও ২বার তেমন লাভবান হতে পারি নাই।
তিন আরো বলেন, নিজস্ব কিছু পুঁজি খাটিয়ে সারা বছর রোদ বৃষ্টিতে ভিজে চাষাবাদ করি। এখন পর্যন্ত আখের আবাদ ভালো রয়েছে। এর আগের মৌসুম আমি তরমুজ চাষ করে অনেক টাকা লোকসানের বোঝা টানতে হয়েছে। কিন্তু এবার শুরু থেকে অাখ চাষে ফলন ভাল দেখা দিয়েছে দাম যদি ভালো হওয় আখ চাষীরা লাভবান হবেন এমন আশা চাষীদের।
রাউজান উপজেলা কৃষি অফিসার মো. বেলায়ত হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রাউজান উপজেলার কিছু এলাকায় এমন ধরনের আখ চাষের জন্য বিশেষ উপযোগী। এই সব এলাকায় আখ ভাল হয়ে থাকে। কিছু কিছু এলাকায় কৃষক অাখ চাষ করে ব্যাপক সাফল লাভ করেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত অাখ খেত ভালো রয়েছে। কৃষকরা অাখ চাষে অধিক লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অাখ চাষীদের অভিযোগ রাউজান উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা চাষীদের দেয়া হচ্ছে।