শুক্রবার ● ১৯ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মহালছড়িতে অস্ত্রসহ ১জনকে আটক করেছে সেনাবাহিনী
মহালছড়িতে অস্ত্রসহ ১জনকে আটক করেছে সেনাবাহিনী
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৮মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা অস্ত্রসহ ২জনকে আটক করেছে।
১৯ মে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভূয়াটেক গ্রামে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো. আবদুল্লাহ জুনায়েদ পিএসসি’র নেতৃত্বে অভিযান চালিয়ে সুমন্ত চাকমা’র বাড়ি থেকে ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে : মনাটেক গ্রামের প্রতিময় চাকমার পুত্র মেনন চাকমা ও ভূয়াটেক গ্রামের তুফান চাকমার পুত্র সুমন্ত চাকমা। মেনন চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (সিসিপি) মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ও সুমন্ত চাকমা জেলা শাখার সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছে বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত থেকে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। আটকের সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১৩টি সচল মোবাইল সেট, ২টি হাত ঘড়ি ও পার্টির নথিপত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে মেনন চাকমাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্রটি জানায়।
লে: কর্ণেল সৈয়দ মো. আবদুল্লাহ জুনায়েদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজরা কারোর বন্ধু হতে পারেনা। যে কোন কিছুর বিনিময়ে এলাকার শান্তি শৃংখলা বিনষ্টকারীকে প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় প্রস্তুুত রয়েছে। চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না হওয়া পর্যন্ত এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
আটক সুমন্ত চাকমাকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সুত্রে জানা গেছে।