রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপি উপ-নির্বাচন উপলক্ষে ছোটহরিণায় ২৫ বিজিবি’র মতবিনিময় সভা
ইউপি উপ-নির্বাচন উপলক্ষে ছোটহরিণায় ২৫ বিজিবি’র মতবিনিময় সভা
বরকল প্রতিনিধি :: (৭ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) আগামী ২৩ মে বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের সাধারণ ওয়ার্ড নং ১, ২, ৩, ৪ এবং ৯ ও সংরক্ষিত ওয়ার্ড নং ১ ও ২ এর শূন্য পদে উপ-নির্বাচন উপলক্ষে গত বুধবার সকালে ছোটহরিণা ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরাম, এএফডব্লিউসি, পিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক ও মেডিক্যাল অফিসার ।
এসময় উপস্থিত ছিলেন শূন্য ঘোষিত সদস্য পদ সমূহের প্রার্থীবৃন্দ, ভূষনছড়া, বড়হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বরকল থানা প্রতিনিধি ও স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী ব্যক্তিবর্গ।
উপ- নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য ২৫ বিজিবি’র অধিনায়ক উপস্থিত সকলকে অনুরোধ জানান।
সেক্টর কমান্ডার উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় শান্তি বিনষ্ট বা বিশৃঙ্খল পরিবেশ তৈরী করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
পরিশেষে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং এলাকায় শান্তি ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে মতবিনিময় শেষ করা হয়।