রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ইন্টার্ণ ডিপ্লোমা চিকিত্সকদের মানববন্ধন
গাজীপুরে ইন্টার্ণ ডিপ্লোমা চিকিত্সকদের মানববন্ধন
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে ইন্টার্ণ ডিপ্লোমা ডক্টরর্স এসোসিয়েশন (আই.ডি.ডি.এ) গাজীপুর জেলা শাখার উদ্যোগে ১৫ নভেম্বর রবিবার সকাল ১০টায় গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান গেটের সামনে রাজবাড়ি সড়কে ইন্টার্ণ ডিপ্লোমা চিকিত্সকরা ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে ৷
উক্ত মানববন্ধনে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৪ দফা দাবী আদায়ে লিখিত বক্তব্য রাখেন ইন্টার্ণ ডিপ্লোমা ডক্টরর্স এসোসিয়েশন (আই.ডি.ডি.এ)- এর গাজীপুর জেলা শাখার আহবায়ক মো. নাহিদ খন্দকার,
দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন সদস্য সচিব সৌরভ ঘোষ শুভ, যুগ্ন সচিব-১ আবু বকর সিদ্দিক, যুগ্ন সচিব -২ মো. সাবি্বর আহমেদ, সদস্য নাজমুন নাহার আশা, অনু খাতুন, পলি, খন্দকার শাকিল আহমেদ, মো. শরিফুল ইসলাম সোহাগ, অগ্র ভৌমিক জ্যোতি, মো. টুটুল আহমেদ, মো. হাছিবুর রহমান, মলয় চাকমাসহ সংগঠনের সকল সদস্য নেতাকর্মীরা ৷
মানববন্ধনে ৪টি দাবীর সমূহের মধ্যে উচ্চ শিক্ষার ব্যবস্থা, পুনরায় ইন্টার্ন ভাতা চালু, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারীভাবে ১০ম গ্রেডে নিয়োগ প্রদান এবং সকল বেসরকারী হাসপাতাল, ক্লিনিকে নিয়োগ বাধ্যতমূলকসহ ৪টি দাবী আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ৷
উল্লেখ্য,গত ৬ অক্টোবর মঙ্গলবার গাজীপুরের জেলা প্রশাসক এবং গাজীপুরের জেলা সিভিল সার্জনের নিকট ৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় ৷
আপলোড : ১৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.১১ মিঃ