বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইল ও ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৮
নান্দাইল ও ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৮
ময়মনসিংহ অফিস :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৯মি.) ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন। নান্দাইল সদর উপজেলা জামে মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৫ মে বৃহস্পতিবার শেষ রাতের দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা মসজিদের সামনে একটি এবং সকাল ৯টার দিকে ঈশ্বরগঞ্জের মল্লিকপুর এলাকায় অপর দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান , নান্দাইল উপজেলা জামে মসজিদে ফজরের নামাজ পড়তে এসে মুসুল্লিরা এই ব্যক্তির লাশ দেখতে পায়। মূখ মন্ডল ছিন্নভিন্ন থাকায় লাশটিকে কেউ সনাক্ত করতে পারেনি। কেউ কেউ বলছেন লোকটি পাগল, এই এলাকায় নতুন এসেছে। হাফপেন্ট পরা খালি গায় গলায় বেশ কটি তাবিজ সুতা দিয়ে বাধা।
পরে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে সকাল ৮টার দিকে লাশটিকে থানায় নিয়ে যায়।
নান্দাইল মডেল থানার এসআই নূরুল ইসলাম জানান, লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। মূখমন্ডলসহ শরীরের অনেকাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মো. রুকনুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের মল্লিকপুর এলাকায় কিশোরগঞ্জগামী চাল বোঝাই এটি ট্রাক ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস ‘এমকে সুপার’কে ক্রসিং করতে গিয়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এ সময় ট্রাক চালক রবিউল (২৩),বাসেরযাত্রী ইয়াসিন(১২),রাবিয়া(৪০),আজিজুল(৩৫),আব্দুল বারীক (৬০), মোহাম্মদ আলী(৬৫), আব্দুর রহিম(৪৬) ও বিলকিস(৪২) গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।