শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » ঢাকা » দেশের সব মূর্তি অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম
দেশের সব মূর্তি অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম
ঢাকা প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৬মি.) এবার সারা দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
২৬ মে শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শুকরিয়া মিছিল শেষে হেফাজতের নেতারা এ দাবি জানান। সংগঠনটির ঢাকা মহানগর শাখা এ মিছিলের আয়োজন করে।
হেফাজতের ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, “আমরা দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি জানিয়েছি। সেই সঙ্গে আর কোথাও যেন এভাবে ‘মূর্তি’ স্থাপন করা না হয়, সে দাবিও জানিয়েছি।”
নূর হোসাইন কাসেমী জানান, শুকরিয়া আদায় মিছিল শেষে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য সরিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হেফাজতের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি শান্ত করতেই তারা এ উদ্যোগ নিয়েছে। ভাস্কর্য অপসারণের প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে কয়েকটি সংগঠন।
সকালে আরো কয়েকটি সংগঠন বিক্ষোভে অংশ নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়।