রবিবার ● ২৮ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় অপহৃত এক মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার
লামায় অপহৃত এক মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৫মি.) লামায় যাত্রী সেজে মোটর সাইকেল সহ চালককে অপহরণের ঘটনায় ড্রাইভার মো. কামাল উদ্দিনের লাশ পাওয়া গেছে। ২৭ মে শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডিসি রোড এলাকার ডা. হালিমের রাবার বাগান থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ মো. কামাল উদ্দিন (৪০) সরই ইউনিয়নের হিমছড়ি এলাকার মৃত অজু মিয়ার ছেলে।
জানা গেছে, লামার সরই ইউনিয়নে কেয়াজুপাড়া বাজার থেকে শুক্রবার দিবাগত রাতে মোটর সাইকেলে ভাড়া নিয়ে গজালিয়া যাওয়ার পথে অপহরণ হয় কামাল। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না তাকে। শনিবার রাতে সরই এলাকার একদল লোক একটি গাড়ি করে সরই থেকে খুজঁতে খুজঁতে আসে। এসময় লামা-সুয়ালক সড়কের গজালিয়া ডা. হালিমের রাবার বাগান সংলগ্ন রাস্তায় কামালের পায়ের জুতা দেখতে পায়। জুতা দেখে আশপাশে খুজঁতে থাকে তারা। অবশেষে বাগানের ঢালু পাহাড়ের নিচে ঝোপঁ ঝাড়ের নিচে তার লাশ দেখতে পায় এবং দ্রুত পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসার মো. হাতেম পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেঁ। গজালিয়া ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, লাশের কান থেকে রক্ত ঝরতে দেখা গেছে। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, লাশ উদ্ধারে লামা থানা থেকে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমরা আইনি কার্যকর পদক্ষেপ নিবো।