শনিবার ● ৩ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » কাভার্ডভ্যান চাপায় কাঁচামাল ব্যবসায়ী নিহত
কাভার্ডভ্যান চাপায় কাঁচামাল ব্যবসায়ী নিহত
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪মি.) গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় আনন্দ (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
৩ জুন শনিবার ভোরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আনন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বেতাকা গ্রামের সামশুল মণ্ডলের ছেলে। তিনি চেরাগ আলী এলাকায় বসবাস করে কাঁচামালের ব্যবসা করতেন।
টঙ্গী থানার এসআই মো. জহুরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আনন্দ কারওয়ান বাজার থেকে পিকআপে করে কাঁচামাল নিয়ে যাচ্ছিলেন। চেরাগ আলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের উপরে বসে থাকা আনন্দ মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী চালকসহ কভার্ডভ্যান আটক করে পুলিশে দিয়েছে বলে জানান এসআই জহুরুল। আটক রিয়াদুল ইসলাম (৩০) ময়মনসিংহের আব্দুল কুদ্দুসের ছেলে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।