রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দূর্গম জুরাছড়িতে “মোরা” কবলে ৪৮৫ একর এর অধিক ধানের জমিন বিনষ্ট
দূর্গম জুরাছড়িতে “মোরা” কবলে ৪৮৫ একর এর অধিক ধানের জমিন বিনষ্ট
জুরাছড়ি প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫১মি.) অনগ্রসর ও দুর্গম উপজেলা জুরাছড়িতে সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগের অন্যতম ঘূর্ণিঝড় “মোরা” কবলে দুই ইউনিয়নে প্রায় ৪৮৫ একর এর অধিক ধান্য জমিন বিনষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে পাহাড়ের ঢলনেমে বন্যার পানিতে ফসল নষ্ট হওয়ায় কৃষকরা হতাস হয়ে পড়েছে। স্থানীয় কৃষকরা জানান, প্রতিবছর জমিনে ফসলের উৎপাদন ভালো হলেও এবছরে খুব দেরিতে পানি কমে যাওয়ায় অধিকাংশ জমিনে কৃষকরা চাষ করতে পারেনি। এছাড়াও সাম্প্রতিক ঘূর্ণঝড়ের ফলে বন্যার পানিতে তলিয়ে যায় অধিকাংশ ফসলি চাষাবাদী জমি। এ বিষয়ে ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা জানান, জরাছড়ি ইউনিয়নে প্রায় ২৫০ একরের অধিক ধান্যজমিন বন্যার পানিতে তলিয়ে যায়,তিনি আরো বলেন চাষিরা ১০০ শতাংশ উৎপাদিত ফসলের মধ্যে মাত্র ৩০ শতাংশ ফসল সংগ্রহ করতে পেরেছেন বাকি ৭০ শতাংশ ফসল নষ্ট হওয়ায় বিপুল পরিমান ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকরা।
২নং বনযোগীছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা জানান, আমার ইউনিয়নে প্রায় ২৩৫ একরের অধিক ধান্য জমিন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এবং ঘূর্ণিঝড়ের ফলে ১৫ পরিবারের অধিক ঘরবাড়ির ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয়রা আশংক্ষা করছেন এবছরেই উপজেলাতে বিপুল পরিমান ক্ষতি হওয়ায় খাদ্যভাব এবং চাউলের দাম বৃদ্ধি পাবে। ১নং ইউনিয়নের ঘিলাতলী এলাকার অধিকাংশ ধান্য জমিন তলিয়ে গেছে বলে ঐ এলাকার কৃষকরা অভিযোগ করেন এছাড়াও উপজেলা কৃষি বিভাগ থেকে তদারকি করা হয়নি বলে অভিযোগ রয়েছে।