রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম লামা ও আলীকদমে মোরা’য় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
দুর্গম লামা ও আলীকদমে মোরা’য় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
বান্দরবান প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) বান্দরবানের দুর্গম লামা ও আলীকদম উপজেলায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরন করা হয়েছে ।
৪ জুন রবিবার সকালে বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্য ইউনিয়ন পরিষদ,আলীকদম সদর ইউনিয়ন পরিষদ ও লামা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয় ।
এসময় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থরা উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করে। ত্রাণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থদের মধ্যে লামা উপজেলায় ১৩শ পরিবারের মধ্যে ১০ কেজি করে ১৩ মেট্রিকটন ও আলীকদম উপজেলায় ১৫শ পরিবারে মধ্যে ২০ কেজি করে ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয় ।
উল্লেখ্য, সম্প্রতি প্রলয়ংকারী ঘূর্ণিঝড় মোরার আঘাতে জেলার ৭ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এর মধ্যে লামা ও আলীকদম উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় এবং এই উপজেলা গুলোতে এখনো পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি ।