রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » অনলাইন প্রেস ক্লাব ও বনপা‘র সভায় সঠিকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পাদনের আহবান
অনলাইন প্রেস ক্লাব ও বনপা‘র সভায় সঠিকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পাদনের আহবান
কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা‘র) জরুরী) যৌথ সভা সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর বিকাল ৩টায় শহরের ইভান প্লাজাস্থ প্রেস ক্লাব কার্যালয়ে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও কনপা‘র সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অনলাইন পোর্টাল নিবন্ধনের বিশদ আলোচনা করে বক্তব্য রাখেন, দ্যা কক্সনিউজ সম্পাদক আনছার হোসেন, চকরিয়া নিউজ এর সম্পাদক জহিরুল ইসলাম, কক্সবাজার টাইমস এর প্রধান সম্পাদক মো: সরওয়ার আলম,উখিয়া নিউজ ডটকমের সম্পাদক উবাইদুল হক আবু চৌধুরী, সিএসবি২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, কক্সবাজার আলো ডটকম এর সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান, কক্সবাজার কন্ঠ সম্পাদক জসিম উদ্দিন ছিদ্দিকী, কক্সনিউজ এর সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু, প্রবাল নিউজ ডটকম এর নির্বাহী সম্পাদক আহসান সুমন, কক্সবাজার মিরর এর বার্তা প্রধান মইন উদ্দিন, বাংলার জনপদ এর সম্পাদক আমিমুল এহসান মানিক, কক্সবাজার আলো ডটকম এর নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম, কক্সবাজার টাইমস এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, দি কক্সবাজার ম্যাসেজ এর বার্তা প্রধান মো: উর রহমান মাসুদ, কক্সবাজার মিরর ডটকম এর সাইফুল্লাহ সোহেল, কক্সবাজার সময় ডটকম এর মফস্বল বার্তা সম্পাদক এমরান ফারুক অনিক, ঈদগাঁও নিউজ ডটকম এর সহ-বার্তা সম্পাদক এইচ,এন আলম প্রমুখ।
এসময় বক্তারা-জেলা থেকে প্রকাশিত সকল অনলাইন নিউজ পোর্টাল এর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রাদির পর্যালোচনায় আগামী ২৭ নভেম্বর একটি জরুরী সভার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া যার যার নিউজ পোর্টালের প্রকাশক-সম্পাদকের প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্তি করে আগামী ১৫ ডিসেম্বর এর মধ্যে তথ্য অধিদপ্তরে আবেদন করার আহবান জানানো হয়।
এছাড়া কক্সবাজার জেলা অনলাইন প্রেস ক্লাব ও জেলায় অনলাইনের উন্নয়নমুলক কর্মকান্ড সম্প্রসারণ করার লক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জরুরী সভায় আলোচনা করা হয়।
অপলোড : ১৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.. ২৭ মিঃ