শুক্রবার ● ৯ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া পিএসটিএস এ ইফতার মাহফিল
বেতবুনিয়া পিএসটিএস এ ইফতার মাহফিল
কাউখালী প্রতিনিধি :: (২৬ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৬মি.) রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেণিং স্কুলে (পিএসটিএস) ৮ জুন বৃহস্পতিবার সন্ধায় নিজস্ব মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা পিএসটিএস কমান্ড্যান্ট পুলিশ সুপার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিএসটিএস সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) শীলমনি চাকমা ও কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমিনুল ইসলাম বলেন, ইসলাম শান্তির ধর্ম এখানে নেই কোন হানা হানি দাঙ্গা হামলা, ইসলামের ৫টি স্তম্ভ তার মধ্যে রোজা একটি স্তম্ভ, রোজা মানুষকে সংযম শিক্ষা দেয়। সংযমের মাধ্যমেই মানুষ অনেক সংযত হয় সুস্থ সুন্দর জীবন যাপন করতে শিখে।
ইসলাম ধর্মে রোজার অনেক ফজিলত আছে, তাই এই রমজান মাসকে প্রতিটি মুসলমান খুবই গরুত্বের সাথে পালন করে থাকেন বলে তিনি মন্তব্য করেন।
ইফতার মাহফিল ও দোয়া মাহফিল পরিচালনা করেন বেতবুনিয়া পিএসটিএস জামে মসজিদ ইমাম এর একে এম হানিফ । এ সময় দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত করা হয়।