শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জ শহরে ময়লা-আবর্জনার স্তুপ
নবীগঞ্জ শহরে ময়লা-আবর্জনার স্তুপ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৩৮মি.) নবীগঞ্জ পৌরসভার মেয়র কাউন্সিলদের দায়িত্ব অবহেলা উদাসিনতার কারনে শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রে সুইপাররা ফেলে দিচ্ছে ময়লা আবর্জনার স্তুপ। ফলে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রী, বাজারের ব্যবসায়ী, পথচারী ও বাসা বাড়ির স্থানীয় লোকজন।
এ ঘটনায় একাধিকবার পৌর কৃর্তপক্ষকে জানালে কোন প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগি জনগন। পৌর কৃর্তপক্ষের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছি। এ সমস্যা সমধানে পৌর মেয়রের তড়িৎ হস্তক্ষেপ কামনা করচ্ছেন ভূক্তভোগিরা।
সরজমিনে গিয়ে দেখাযায়, শহরের ওসমানী রোড টেকাদিঘী মার্কেটের সামনে জেকে স্কুল ও দারুল উলুম মাদ্রাসার মধ্যস্থানে খালি অংশে ও হাসপাতাল সড়কের সিএনজিস্টেন্ড এর সামনে পরিত্যক্ত জায়গায় প্রতিদিন শহরের ময়লা আবর্জনা পচা বাসী খাবারের দুর্গন্ত যুক্ত ময়লা ফেলে চলে যায় পৌরসভার সুইপারগন। সুইপাররা ময়লা আবর্জনা ফেলে যাওয়ার পর টুকাই ও কুকুরের নাড়াচাড়া দুর্গন্ত আরো চরম আকার ধারন করে।
এছাড়া প্রায় সময় বিশেষ করে রাত্রি ও সকালে মানুষ হাটতে গেলে দেখা যায় কাক বিড়াল সহ শহরের টুকাইরা ময়লা আবর্জনা নাড়া-ছাড়া করছে যার ফলে দুর্গন্দ আরও ছরমে পৌছে। যার ফলেসাধারন মানুষ নাকঢেকে শ্বাস বন্ধ করে ও যাতায়াত করতে হয়। অনেকেই দুর্গন্ধের কারনে বমি করতে দেখা গেছে। অনেক সময় শহরে বস-বাসরত বাসা বাড়ীর ও ব্যবসা প্রতিষ্টানের লোকজন পরিবেশ দুষনের কারনে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। পৌর শহরের এ দূষিত পরিবেশ থেকে রক্ষা পেতে নবীগঞ্জ পৌরসভার সাধারন মানুষ উর্ধ্বতন কর্তৃপক্ষের দুষ্টি কামনা করছেন।