রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » বরগুনা » ফেইসবুকে মিথ্যা স্ট্যাটাস দেয়াতে থানায় জিডি
ফেইসবুকে মিথ্যা স্ট্যাটাস দেয়াতে থানায় জিডি
বরগুনা প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪২মি.) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ জহিরুল ইসলাম ( হাইউম) নামে এক ব্যক্তিকে হেও প্রতিপন্ন করার জন্য মিথ্যা স্ট্যাটাস প্রদান করেছে।
নুরুল ইসলাম নামের ফেইসবুক তার অাইডি দিয়ে তার ওয়ালে খেয়াল খুশি অনুযায়ী, ইয়াবা, গাজা, ফেনসিডিল বিক্রির বানয়াট স্ট্যাটাস প্রদান করে গত ৩ জুন বিকাল ৫ টার দিকে। এতে গ্রেপ্তার ও শাস্তির দাবী করেন প্রতিপক্ষ।
স্বাধীন মতামত ব্যক্ত করার নামে এধরনের স্ট্যাটাস দেয়া সম্পন্ন এখতিয়ারের বাহিরে। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এধরনের কার্যকলাপ জঘন্য নিন্দানীয় কাজ।
জহিরুল ইসলাম ( হাইউম) বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব রানীপুর(পুলিশ ফাড়ি) সংলগ্র গ্রামের বাসিন্দা মো. লতিফ হোসেনের পুত্র। বরিশাল বিএম কলেজ হিসাব বিঙ্গান বিভাগের এমবিএ শ্রেণির অধ্যায়নরত ছাত্র। হেও প্রতিপন্ন করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে। এবিষয় বাধ্য হয়ে বেতাগী থানায় একটি সাধারন ডাইরী করে ৩ জুন যার জিডি নং ১০৩ এবং অনলাইন সিটিজেন ভয়েস ২৪ ডটকম পত্রিকায় প্রতিবাদ জানানো হয়।
ইউপি সদস্য মো. অাবদুর রহমান দুলাল কাজী জানান জমা জমি নিয়ে বিরোধীর কারনে তাদের প্রতিপক্ষ এধরনের কাজ করছে। তিনি বলেন অামার জানামতে সে ইয়াবা,গাজা সহ যে অভিযোগ উঠেছে তা ষড়যন্ত্রমুলক।
জানাগেছে তার নামে থানায় কোন মামলা নাই। রানীপুর পুলিশ ফাড়ীর এসঅাই মো. মনির হোসেন বলেন জহির এধরনের ছেলে না। এটা ষড়যন্ত্র।