রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক সোলায়মান মেহেদী হাসানের পিতার মৃত্যুতে একাধিক সাংবাদিক সংগঠনের শোক
সাংবাদিক সোলায়মান মেহেদী হাসানের পিতার মৃত্যুতে একাধিক সাংবাদিক সংগঠনের শোক
প্রেস বিজ্ঞপ্তি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৮মি.) অনলাইন নিউজ পোর্টাল সিটিজি বাংলা২৪.কম এর প্রকাশক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপা) চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি সাংবাদিক সোলায়মান মেহেদী হাসানের পিতা ইঞ্জিনিয়ার আবদুল বাতেন ১১জুন রবিবার সকাল পৌনে ৯টার সময় সীতাকুন্ড পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূঁইয়া পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে ওয়াইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ ছেলে, ২মেয়ে, স্ত্রী, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের খোদাবক্স বাড়ীতে জন্ম নেয়া ইঞ্জিনিয়ার আবদুল বাতেন দীর্ঘদিন বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনে বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং ২০০৩ সালে সেখান থেকে অবসর গিয়ে সর্বশেষ তিনি সীতাকুন্ডের বাঁশবাড়িয়াস্থ আর.আর.টেক্সটাইল মিলস এ কর্মরত ছিলেন।
১১ জুন রবিবার বাদ এ আছর সীতাকুন্ড পৌর সদরের ভূঁইয়া পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজ এ জানাযা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সোলায়মান মেহেদী হাসানের পিতার মৃত্যুতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মরহুমের পরিবারকে এ শোক সইবার তৌফিক দান করার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে প্রার্থনা জানান।
সোলায়মান মেহেদী হাসানের পিতার মৃত্যুতে শোক বনপা, জাতীয় অনলাইন প্রেসক্লাব ও বিএমএসএস’র শোক
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র অনলাইন নিউজ পোর্টাল সিটিজি বাংলা২৪.কম এর প্রকাশক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপা) চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি সাংবাদিক সোলায়মান মেহেদী হাসানের পিতা ইঞ্জিনিয়ার আবদুল বাতেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা ( বিএমএসএস)’র সভাপতি শামসুল আলম স্বপন, এসএআর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক রবিউল হক খান, বনপা’র সিনিয়ার সহ-সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন, মিজানুর রহমান হেলাল, মুহিত চৌধুরী, হারুন উর রশিদ, অধ্যাপক জাকির সেলিম, ড. মো. মোজাহেদুল ইসলাম মুজাহিদ, মো. সাইফুল ইসলাম মোল্লা, ফেরদৌস আহমেদ আসিফ, সিনিয়ার যুগ্ম সম্পাদক সরকার রুহুল আমীন, যুগ্ম সম্পাদক, মুনতাসীর রায়হান মীম, শাহাদাৎ হোসেন আশরাফ ও ওয়ালী উল্লাহ খান, মহিলা বিষয়ক সম্পাদক জুঁই চাকমা, ট্রেজারার প্রদীপ বড়ুয়া জয়, প্রচার সম্পাদক, ওবাইদুল হক আবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, আবু তাহের, মো. সাবলু মিয়া, এস.এম. এ মনসুর মাসুদ, মামুনুর রশীদ নোমানী, গৌতম সাহা, মো. জসিম উদ্দিন, খায়রুল আলম সুমন, আবু সালেহ মো. শাওন, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম খলিল, সমাজ কল্যাণ সম্পাদক, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তাজবীর হোসাইন সজীব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্দুস সাত্তার, একরামুল হক বেলাল, মোহাম্মদ আনছার উদ্দিন, মো. মাহমুদুল হক মানিক, এম কেফায়েত উল্লাহ খান, সানা উল্লাহ সানু, বিপ্লব চাকমা, ওসমান সরওয়ার ডিপো, মোহাম্মদ সেলিম, ইসলাম মাহমুদ, পলাশ বড়ুয়া, জহিরুল ইসলাম, মো. আবদুল্লাহ আল মামুন, মো. হাফিজুর রহমান,সুচিত্র সরকার, মাকসুদ, মো. ইফতেখার আহমেদ বাবু সহ সকল সদস্য বৃন্দ।