সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা চালক সমিতির নির্বাচন সম্পন্ন
মাটিরাঙ্গা চালক সমিতির নির্বাচন সম্পন্ন
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মি.) দীর্ঘদিন পর প্রথম বারের মতো-মাটিরাঙ্গা হালকা,মধ্যম মোটরযান ও পিকআপ চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ে ১২ জুন সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । দিনভর বৃষ্টিকে উপেক্ষা করে স্বতস্ফুর্তভাবে ভোটারদের ভোট প্রদান ও দুর-দুরান্ত থেকে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে ছুটে আসার খবর পাওয়া গেছে।
বিকালে ভোট গগনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করেন,উপজেলা সমবায় কর্মকর্তা আষীশ দাশ।
সভাপতি পদে মো. মীর হোসেন- মোবাইল মার্কায় ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আব্দুল মালেক ছাতা মার্কা নিয়ে পেয়েছেন-২৮ ভোট,আর মো. আলমগীর হোসেন চেয়ার মার্কা নিয়ে পেয়েছেন ২২ ভোট । সহ-সভাপতি পদে মো. ইমরান গাজী-৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আসলাম পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আবু তাহের ফুটবল মার্কায় ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. নুরনবী আনারস মার্কা নিয়ে পেয়েছেন-২০ ভোট, আর মো. কবির হোসেন দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছেন ১৩ ভোট।
এছাড়া মো. আব্দুল লতিফ বিনা প্রতিদ্বন্ধীতায় কোষাদক্ষ পদে ও রুহুল আমিন-১, মো. বেলাল মিয়া-২, মো. জাহাঙ্গীর আলম -৩, ইউসুফ ভুইয়া-৪, মো. খোরশেদ আলম ড্রাইভার-৫নং সদস্য পদে নির্বাচিত হন।
উল্লেখ্য, সভাপতি পদে-৩, সহ-সভাপতি পদে-২ , সাধারণ সম্পাদক পদে-৩ ভোট বাতিল হয়েছে।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. লোকমান ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের সহকারী আলী আহম্মদ ও আব্দুর রহিম। নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন কারী মাটিরাঙ্গা থানার এএসআই মো. রুবায়েত হোসেন। নির্বাচনের পর্যবেক্ষক খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সঃ সমিতি লিঃ এর পরিচালক মো. ইব্রাহিম (ভুট্টু) ও সদস্য সচিব (ট্রান্সপোর্ট শাখা মাটিরাঙ্গা) এসএম হেলাল ভোটারদের উপস্থিতির প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন , নির্বাচন প্রভাব ও পেশী শক্তিমুক্ত ভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় পর্যবেক্ষক হিসেবে আরও দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা আদর্শ ট্রাক ও মিনিট্রাক চালক সঃ সমিতি লিঃ এর সাবেক পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
অন্যদিকে প্রার্থীরা কেউ কোন প্রকার নির্বাচনের কারচুপির অভিযোগ তুলেননি, পরাজিত প্রার্থীরা বিজয়ীদের সাথে মিলেমিশে সংগঠনের কর্মকান্ড পরিচালনার মনোভাব পোষণ করেন।
প্রসঙ্গত এই নির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য সমিতির দায়িত্ব পালন করবেন।