রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » ধর্ম » সিলেটে ৬ থানার ২৫৪ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে
সিলেটে ৬ থানার ২৫৪ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (১১ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.২৬মি.) সিলেট সিটি করপোরেশন এলাকাসহ মহানগর পুলিশের আওতাধীন ৬ থানার ২৫৪ জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এরমধ্যে সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্টিত হবে শাহী ঈদগাহে। শাহী ঈদগাহের পর বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় শাহজালাল (র.) ও শাহপরাণ (র.)’র মাজার মসজিদে। শাহী ঈদগাহ ও মাজার মসজিদ এই তিন এলাকাকে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘প্রধান তিন ঈদ জামাতের স্থান ছাড়াও নগরীর বাকি ঈদগাহগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। তাছাড়া সিটি করপোরেশনের বাহিরের ঈদ জামাতগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে’। শাহী ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, ‘ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে না আসতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।’
রোববার চাঁদ দেখা গেলে সোমবার মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।