রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাংবাদিক চিংওয়ামং মারমার পিতার মৃত্যুতে শোক
সাংবাদিক চিংওয়ামং মারমার পিতার মৃত্যুতে শোক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫২মি.) খাগড়াছড়িতে দৈনিক ইত্তেফাক ও সু-প্রভাত বাংলাদেশ পত্রিকার মানিকছড়ি উপজেলা প্রতিনিধি চিংওয়ামং মারমা মিন্টুর পিতা শিক্ষানুরাগী ম্রাসাথোয়াই মারমা(৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। ২৫ জুন রবিবার সকাল ৯টা ৪০মিনিটে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থান মৃত্যু কোলে ঢলে পড়ে। কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষনা করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনী ও আত্মীস্বজন রেখে গেছেন। তিনি মৃত্যু আগে অনেক স্কুল, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠান উদ্দ্যোগতা এবং দানবির ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২৬ জুন সোমবার বিকেলে মৃত দেহটি পারিবারিক মহাশ্বসানে দাহ ক্রিয়া সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।
সাংবাদিক চিংওয়ামং মারমা মিন্টুর পিতা ম্রাসাথোয়াই মারমা’র মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি ২৯৮নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা, দৈনিক অরন্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সম্পাদক মো. আবু তাহের, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, সম্পাদক ও দৈনিক সবুজ পাতার দেশ সম্পাদক মো, জুলহাজ উদ্দিন ও খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক মো. মাইন উদ্দিন প্রমূখ।