শুক্রবার ● ৩০ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বেড়াতে গিয়ে চট্টগ্রাম থেকে লাশ হয়ে ফিরলো নবীগঞ্জের শিপন
বেড়াতে গিয়ে চট্টগ্রাম থেকে লাশ হয়ে ফিরলো নবীগঞ্জের শিপন
হবিগঞ্জ প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮ মি.) ঈদ মানে আনন্দ সেই আনন্দ উপভোগ করতে চট্টগ্রাম বেড়ানো জন্য গিয়ে লাশ হয়ে ফিরে এলো নবীগঞ্জের শিপন । পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ঈদ এর দিন কাটানোর পর (২৭) জুন মঙ্গলাবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুতাজ্জিলপুর গ্রামের মো. কবির মিয়ার ছেলে শিপন মিয়া ঈদ আনন্দকে উপভোগ করার জন্য বাড়িতে চট্টগ্রাম বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় । চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া উদয়ন পরিবহণের ট্রেন চট্টগ্রাম স্টেশনে দাড়ানোর পর ট্রেন এর উপর থেকে (২৯) জুন বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিটের দিকে শিপন আহমেদ (১৮) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । এদিকে বাড়ি থেকে বার বার শিপনের মোবাইল ফোনে কল করলে এক সময় রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা কল রিসিভ করলে শিপনের মৃত্যুর খবরটি বাড়ির লোকহন জানে । এরপর ময়না তদন্ত শেষে ৩০জুন শুক্রবার চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ নিহত শিপন মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন । এদিকে হত্যা না দূর্ঘটনা এনিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন । পরিবারিক সূত্রে আরো জানা যায়, ঈদের পূর্বে প্রায় ৬মাস শিপন চট্টগ্রাম কাজ করেছে ঈদ এর সময় বাড়িতে কাটানোর জন্য বাড়িতে আসে । এদিকে পরিবারের সদস্যরা দাবী করছেন শিপনকে হত্যা করা হয়েছে । অন্যদিকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ এর এসআই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিদিকে জানান ২৯ জুন বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিটের দিকে উদয়ন ট্রেনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করি । হত্যা না দূর্ঘটনা ? প্রশ্নের জবাবে এস আই আরো জানান প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি,টিকেট না নিয়ে অবৈধ ভাবে ট্রেনের ছাদে করে চট্টগ্রাম আসার পথে যেকোনো ওভার ব্রীজ এর সাথে ধাক্কা লেগে দূর্ঘটনাটি ঘটতে পারে তবে ময়না তদন্তের রির্পোট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে । এদিকে শিপনের বাড়িতে চলছে শোকের মাতম ।