শনিবার ● ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনার বেতাগীতে ডাকাতের গুলিতে গ্রামে অাতংক আটক-২
বরগুনার বেতাগীতে ডাকাতের গুলিতে গ্রামে অাতংক আটক-২
বরগুনা প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.২০মি.) বরগুনার বেতাগীতে ডাকাতি হানার অাতংক বিরাজ করে। ৩০ শুক্রবার দিবাগত মধ্যরাত উপজেলার হোসনাবাদ ইউনিয়নের চল্লিশঘর গ্রাম শড়িষামুড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে চলছে ডাকাতির গুরজন। এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ডাকাতরা ৪-৫ টি ভাগে বিভবক্ত হয়ে এলকায় প্রবেশ করেছে তাদের কাছে রানদা, পিস্তল, রিবেলবারসহ বিদেশী অস্ত্র রয়েছে ধারনা করা হচ্ছে । তিনি আরো বলেন অামরা গুলির শব্দ শুনেছি।
এখবর সবস্থানে ছড়িয়ে পরেছে উপজেলার সবত্র। স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীজনগনের উদ্যোগে সকলকে ডাকাতের হুসিয়ারির জন্য মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠানের মাইকে মাইকিং করা হয়।
এছাড়াও মোকামিয়া, কাজিরাবাদ ইউনিয়নের মসজিদ মাইকে মাইকিং করে এলাকার জনগনকে সজাগ ও ডাকাত প্রতিহত করার কথা বলতে শোনা গেছে।
এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বরগুনা জেলা পুলিশের বিশেষ টিম ও বেতাগী পুলিশের সহযোগীতায় উপজেলার কালিকাবাড়ি ও আলিয়াবাদ নদীতে স্পীডবোটযোগে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে মিলন ও শাহীন নামের দুজনকে আটক করতে সক্ষম হয়েছি।
আটক দুজনেই পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা। মাস খানেক আগে আরেকটি ডাকাতি মামলা থেকে জামিনে বেড়িয়েছে তারা।
আটক দুজনের নামে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা আরও নয় জনকে কালিকাবাড়ির কোনো এক স্থানে, নদীতীরে নামিয়ে দিয়েছে বলে স্বীকার করেছে। পুলিশের ধারনা এখনও পর্যন্ত লুকিয়ে থাকা ওই নয় জনের সাথে কমপক্ষে দুটি আগ্নেয়াস্ত্র ও বিদেশি কিছু অস্ত্র থাকতে পারে বলেও জানান ওসি।